আর কত রাত বাকি!
অমানিশার ভয়াল স্মৃতি হৃদয় ভাঙ্গে!
একটি নতুন ঊষার অপেক্ষায়;
শেষ হতে চায় না বিনিদ্র রজনী!
অথচ, দেহকোষ করে নিরন্তর অভিমান!
আত্মা মুক্তি চায় আবদ্ধ কুঠুরি থেকে,
তাই সময়ের সাথে করে না আপোষ।


অরণ্যে করি পথের সন্ধান!
অথচ, অন্তরে করি না আলোর চাষ;
কবরের ওপারে পাব কি শান্তি-
বৃথাই ভাবনা এসে করে উৎপাত!


জীবনের সাথে চলে সময়ের সংঘাত!
উষ্ণ মরুর মাঝে করি হ্রদের প্রত্যাশা!
একি আমারই দোষ! আমি কি সত্যি নির্বোধ!
নাকি এ পথরেখা সৃষ্টিরহস্যেরই অবশেষ!