শতভাগ স্বচ্ছ না হলেও
কাঙ্খিত ছবি ক্রমশ হচ্ছে দৃশ্যমান।
পশ্চিমাকাশে বাজে বিরহের গান;
হয়তো মিটে যাবে সব অভিমান।


দিনান্তে মুছে যাবে বেদনার ছাপ;
চির অবসান হবে সব বিলাপের,
মুছে যাবে অন্তিমে স্মৃতির পাহাড়!
যেদিন ফিরে যাবো সেই ঠিকানায়।


সবাই কি ভুলে যাবো ইতিহাস?
তখনও কি বিষন্নতা করবে গ্রাস?
কতকিছু ভাবি, নিজেকেই প্রশ্ন করি
হারিয়ে গিয়ে ফিরে আসি বারংবার!


হে প্রিয় কবিতা,
তোমার পথ হবে রুদ্ধ সেখানে-
যেখানে অপেক্ষা করছে অনন্তবাস,
আমি কি ভুলে যাবো সব ইতিহাস?