ঝলমলে প্রত্যুষে প্রশস্ত উঠোন জুড়ে
প্রশান্তির ঢেউ করে খেলা,
আনন্দ এসে গেছে সুখের হাত ধরে
ভাসছে শান্তির ভেলা।


তিমির পিছনে ফেলে স্বর্ণালী সবিতা
পূবের আকাশে ঐ জেগেছে,
ফসলের মাঠ জুড়ে আশার স্বপ্নগুলো
ঝিরিঝিরি বাতাসে দুলছে।


বিষাদী নদী ছেড়ে বাধার প্রাচীর ভেঙ্গে
হৃদয়ে নতুন ছবি এঁকেছে,
নতুন প্রহর ছুঁয়ে ভালবাসার গল্প গুলো
বলাকার মত ডানা মেলেছে।


সময়ের পালকিতে বিজয়ী সেনার বেশে
নবান্নের উৎসবে এসেছে,
বেদনা মাড়িয়ে কবি ছুঁয়েছে নবীন রবি
মনের গভীরে দীপ জ্বেলেছে।


জ্ঞানের মশাল জ্বেলে সত্য ছড়িয়ে দিলে
দূর হবে মানুষের কষ্ট,
আগামী প্রজন্ম কায়া পাবে সুখের ছায়া
বিশ্বাস হবে দৃঢ়-পুষ্ট।