রাতের আকাশে চাঁদ যদি হাসে
প্রিয়জন খুশি হয়,
যুগল ওষ্ঠে সুখের বন্যা
স্বপ্নকে করে জয়।


মোহনীয় রাতে সুকোমল হাতে
দাও যদি গলে মালা,
স্মরণীয় হয়ে রবে এই ক্ষণ
মিটে যাবে সব জ্বালা।


আলো-আঁধারীতে শুরু হবে খেলা
ভেসে যাবে প্রেম ভেলা,
জোয়ারের স্রোতে ভেসে যাবে নাও
জমবে প্রাণের মেলা।


সময়ের সাথে জীবনের যদি
হয়ে যায় বনিবনা,
যাতনারা এসে পদধূলি নেবে
রইবে না আর দেনা।