মৃত্যুই প্রাণীর অবধারিত পরিণতি;
তবে এমন মৃত্যু কখনো কাম্য নয়,
যে মৃত্যু অনাকাঙ্খিত ও রহস্যময়!
হে প্রভূ! মৃতরা যেন জান্নাতী হয়।


ঢাকাবাসী সবে জানে, চক-চুরিহাট্টা  
গণমানুষের তরে বাসোপযোগী নয়,
জনাকীর্ণ জনপদ, অপ্রশস্ত রাস্তাঘাট
তদুপরি রাসায়নিক দাহ্যবস্তুর হাট!


যেন পরিকল্পিত কৃত্রিম মরণ-ফাঁদ!
আর কত দেখবো ছাই হওয়া লাশ!
শুনতে চাইনা আর স্বজনদের কান্না
আক্ষেপে জ্বলে মরার নেই অবকাশ।


অগ্নির লেলিহান শিখার মরণাঘাত!
এ দায় কার? সবাই যেন নির্বিকার!
অক্ষম দরিদ্র মানুষ দেয় খেসারত
আকাশে-বাতাসে বিমর্ষ হাহাকার!


ঝলসানো দেহগুলো রাখলো প্রশ্ন!
এমন করে মৃত্যু চলবে কত আর,
কে নেবে দায়, কবে হবে অবসান
কত হবে মানুষের শরীর ছারখার?