মৃদু কম্পনেই যদি খসে পড়ে আস্তরণ!
মাঝারী কিংবা তীব্র হলে কাঠামো কি রবে?
সুখপাখিরা কার্নিশ ছেড়ে উড়ে যাবে দূরদেশে!
প্রস্তুতি তার চলে নিভৃতে, সমব্যথী রেখে পাশে!


শুনি বাণী নানা রূপ কোমল-ভয়াল!
বিনয়ী হয়ে চলে, এমন কেউ নেই বাকি!
মায়াহীন মানুষ করছে মরণ খেলা নিত্যদিন
রক্তের স্রোতে ভাসে মানবতা, প্রহরীরা বাকহীন!


জমিন যদি হয় সঙ্কটে শূন্য-বিরানভূমি,
কতজন রবে প্রসন্ন, কে হবে রসরাজ-ধন্য!
বেদনার বালুচর করবে হাহাকার, কপাল পুড়ে!
মজা মেরে চলে যাবে বর্গী সদলবলে ডঙ্কার সুরে!


কে আছে নিরাপদ, শুধু জ্বি হুজুর বাদে!
শূন্য ধনাগারে অবনত জনপদ থমকে যাবে;
বাসি ফুলের মত দুমড়ে-মুচড়ে যারা হবে ঘৃণ্য!
খড়কুটা সম জীবন বিপন্ন হবে, বলবে সব জঘন্য!