করোনার আক্রমন পরাক্রান্ত বিশ্বযুদ্ধের চেয়ে কম কিসে?
চিকিৎসক মরছে, বিজ্ঞানীরাও গলদঘর্ম জীবন বাঁচাতে!
মৃত্যুরা ধেয়ে আসছে সারি সারি কফিনের মিছিল নিয়ে!
আর আমরাও দাঁড়িয়ে আছি নীরবে যমদূতের অপেক্ষায়!


ইতোমধ্যে সবারই সাজানো গোছানো পরিপাটি পুষ্পকানন
বেদনার কারণ জেনেও তাকেই জানিয়েছে অসাধ স্বাগত!
অনিন্দ্য সুন্দর স্বপ্ন এখন গলার কাঁটা হয়ে ব্যথা বাড়ায়!
আর আমরাও ভূমিধ্বসের শংকায় পাদদেশে মরি নৈরাশে!


নতুন কথার তোড়-জোড়ে অস্বস্তি ছড়িয়ে পড়ে বিশ্বময়!
“নতুন বিশ্বব্যবস্থার আদেশ” বাস্তবায়নে বন্যরাও প্রস্তুত!
তৃতীয় বিশ্ব-দরিদ্র জনগোষ্ঠী ছেঁটে ফেলতে চায় নিমেষে!
আর আমরাও একপায়ে দাঁড়িয়ে রয়েছি স্বাগতম জানাতে!


গুমসো উচ্ছিষ্টের বিনিময়ে ওরা সস্তায় বিকায় নিজেকে!
অথচ, সবার আয়ু কতই না ক্ষণস্থায়ী এই নির্মম জগতে!
মানুষের জীবন আর স্বপ্নগুলো পণ্যের মত বিকিয়ে দিলো!
আর আমরাও সম্মোহিতের মত নির্বিকার রইলাম আলয়ে!