অসম সমরে ক্লান্ত পৃথিবী শ্রান্ত মানব জাতি
অজানা-অচেনা দুশ্মন, ভয়াল সে প্রাণঘাতী!
মানব জ্ঞান কতটা তুচ্ছ, করে না তবু স্বীকার
ঝরিতেছে প্রাণ, তবুও তাদের শুনছি বিকার!


ব্যথার পাহাড় জমে সহস্র মানব মনে নিত্য
ভক্তি নেই তবু কারো মাঝে, বলে না সত্য!
ত্রুটি ঢাঁকে কত ওজরে ভুলিয়া নিজের দায়!
লাশের মিছিল দীর্ঘতর হলে কি হবে উপায়?


নীরব খুনির মত কেড়ে নেয় প্রাণ দ্রুতলয়ে
বোঝে না কষ্ট, তাই তো সবাই থাকে ভয়ে,
ভূমির বালা-আসমানী বালা চলে একসাথে
মানে না কাউকেই, মোমিনরা কাঁদে রাতে!


পাষাণ হৃদয়, নেই দয়া-মায়া, দেয় না ছাড়
আল্লাহ্’র সিপাহী কত প্রবল! মানে না হার!
অবাধ্য বিশ্ব মানব জানিয়েছে তারে আমন্ত্রণ
ততটুকুই নিবেন প্রভু, যতটুকু তাঁর প্রয়োজন।