মানুষ যখন অবজ্ঞার পাত্র-পাত্রী হয়ে যায়
নিরাপত্তা রক্ষা করা তার পক্ষে তখন দায়!
এ সভ্যতা যদিও দিবালোকে চাকচিক্যময়,
তবে মানুষের তরে কখনো কল্যাণমুখী নয়!


অস্থিরতা যখন মানবচিত্তকে অনিশ্চিত করে
মূল্যবোধ তখন, এ বিশ্বসমাজে হয় নড়বড়ে!
অথচ জালিমরা হাসে অট্টহাসি ভীষণ জোরে,
যাদের ভবিষ্যৎ আগামী সঙ্কটকালে ঝরঝরে!


ছন্দহীন জীবন মানুষকে অথর্ব করে তোলে!
অথচ অবনী আবাদে মানুষই তো ছিল মূলে;
জীবন বৈচিত্রময় হলেও, আমরা সবাই মানুষ
কেউ অন্তে প্রবেশ করি, কেউ উড়াই ফানুস!


অবাধে প্রত্যেকে জীবনের সংজ্ঞা লিখে যাই;
কেউ পুলকে মুগ্ধ হই, কেউ বা বেদনা পাই!