স্রষ্টার সৃষ্টির মাঝে সৃজনশীলতা থাকে;
থাকে না স্রষ্টাকে পরাজিত করার শক্তি,
অবাধ্যতা প্রকাশ করে বটে ক্ষণে ক্ষণে
তবে, চূড়ান্ত ভাবে হারিয়ে ফেলে যুক্তি।


ভালোলাগা মৃদু সমীরণ প্রকৃতি সৃষ্ট নয়;
বরং প্রকৃতিও জন্ম নেয় স্রষ্টার ইশারায়,
মানব মগজ মাঝে হয় না প্রযুক্তির সৃষ্টি
বরং, ঈমান পরীক্ষার এ এক মহা কৃষ্টি।


জ্ঞানীরা জ্ঞানের আধার নয়, সৃষ্টি মাত্র;
তাদের মাঝে সুজন যারা, পুরস্কৃত পাত্র,
তারা খুঁজে মুক্তির পথ, নিয়ত দিবারাত্র
জনকল্যাণে খুঁজে স্রষ্টা প্রদত্ত সমস্ত সুত্র।


সবিনয়ে করে তারা স্রষ্টার কাছে প্রার্থনা
চায় সর্বদা কৃতকর্মে সমগ্র ভুলের মার্জনা,
তাদের মাঝে অহমিকা নেই, আছে ভক্তি;
বিশ্বাস রাখে স্রষ্টায়, তাই তো পায় মুক্তি।


নিজেকে নিয়ে ব্যস্ত যে জন সে জন ভ্রান্ত;
খুঁজে মরে বিস্তর সুখ অবনীর নানা প্রান্ত,
অবশেষে জীবন হারায় মাঝপথে হয়ে ক্লান্ত
ফিরে যায় রিক্তহস্তে, যেখানে সময় অনন্ত!