ভাইয়ের নামে কলঙ্ক ওরা, বিশ্বের বিষফোঁড়া;
ইতিহাস পড়ে ভুলে যাবে সবে স্বজনের ভালবাসা!
অপরাধী হয়ে এসেছিল ওরা, অভিশাপ নিয়ে যাবে,
মানুষের মনে চিরকাল ওরা ঘৃণীতই হয়ে রবে!


লোভের বশে বিদ্বেষ পুষে কেড়ে নিতে চায় প্রাণ
মোহ করে গ্রাস, মিটেনারে আশ, দাবী করে বিদ্বান!
অপেক্ষা করে সুযোগের তরে, পায় যদি একবার
ধ্বংসের মুখে ঠেলে দেয় তারে, সৃষ্টিকে করে ম্লান!


সারাটি জীবন বিষের মতন, করে যায় জ্বালাতন
অর্থ বিলিয়ে, শত্রু লেলিয়ে, করে কত অপমান!
সুখের বাসরে জ্বালিয়ে আগুন, মেতে উঠে উল্লাসে
তার কৌশলে জনপদ কাঁপে, কেঁপে উঠে আসমান!


ক্ষমতার জোরে, গড়ে মোড়ে মোড়ে, চক্রান্তের ফাঁদ
স্বজনের পথে কুজনকে দিয়ে দিতে থাকে ঢের বাঁধ!
আজীবন থাকে অবিচল রায়ে, মিটেনারে কভু রাগ!
অবশেষে বোঝে আপন ঘরেই লাগিয়ে দিয়েছে আগ!