আমার অশ্রু আমার চোখেই থাক!
তোমার চোখে স্বপ্ন দেখে চাই না
আমার জীবন নদীর যাক না ঘুরে বাঁক,
ঊষর মরুর ধূসর বালু আমার বুকেই থাক!


তোমার ঘরে পিদিম জ্বলে, আমি থাকি অন্ধকারে!
মনের আলোয় বেঁচে আছি, হইনি হতবাক!
আমার বাড়ির বোগল দিয়ে তোমার পালকি গেল চলে
দুঃখ আমি পাইনি মোটেই, রুদ্ধ হয়নি বাক!


কাল সকালে দেখবো নদী, জলের প্লাবন থাকে যদি
নাও ভাসিয়ে ধরবো পাড়ি, ভিন পড়শীর গাঁয়,
সঙ্গে নেবো সবটুকু দুখ, থাকে যদি বাও;
জানি আমি একাই যাব, কেউ রবে না নায়!


সন্ধ্যা যখন আসবে ধেয়ে, দেখবে না কেউ চেয়ে;
পড়শী ডেকে বলবে আমায়, একাই তুমি যাও,
মনে যদি পড়ে কভু, এসো আমার গাঁয়
ক্ষমা করে দিও প্রিয়, কষ্ট যদি পাও।