আল্লাহ্’র সমান কে? বল তার নাম;
পারলে বলনা কেন? জেনে রাখতাম।
নবীজী যা পেরেছেন, পেরেছ কি তুমি?
কেন তবে গালি দাও, কেঁপে উঠে ভূমি!
আসলে বিদ্বেষী মন, ঈর্ষার গুদাম
মেনে নিতে কষ্ট হয় তাঁহার সুনাম!
লাভ কিছু হবে নারে, করে বদনাম
শক্তির আধার খোদা, তোমার কি দাম?


তার চেয়ে সেই ভালো, মেনে নাও সত্য
অকারণে শত্রুতায় কেন হও মত্ত?
সবারই ভালো হবে, মানলে কোরান,
রইবে না দুঃশাসন, তৃপ্ত হবে প্রাণ।
তওবা করলে পাবো আল্লাহ’র ক্ষমা
পরকালে সুখ পাবো, নেই যার সীমা।