মগজ থেকে বেড়িয়ে শব্দগুলো যখন  
হৃদয় সিঞ্চিতা হয়ে কবিতা রূপে বেড়িয়ে আসে,
তখনও তা কবির নিজেরই থাকে;
কিন্তু ছাপার অক্ষরে কাব্যরূপে
ধরণীর আলোয় যখন দৃশ্যমান হয়,
তখনই পাঠকের আদালতে কর জোড়ে
নতজানু হয়ে করুণা মেগে যায়!


পাঠক যদি সদয় হয়, মমতা উদয় হয়;
নির্দয় হ’লে পদতলে পরে কতল হয়!
তবে অধিকাংশেই হৃদয়বানের মন করে জয়।


সেখানেও বিপত্তি!
অনুপ্রাণিত করলেও যেমন ছোট করা হয়,
আবার ত্রুটি ধরেও সংঘবদ্ধ প্রতিরোধের মুখে
শামুকের মত করে গুটিয়ে যেতে হয়!


বিধানহীন কাশের বনে যেন নৈরাজ্যের খেলা!
পাঠকের আদালতে আত্মপক্ষ সমর্থনের
সুযোগ থাকলেও হৃদয় তো ভেঙ্গেই যায়!