কত অজুহাতে মানুষ করে শত্রু নিধন!
অথচ, প্রতিপক্ষ তো কখনো শত্রু নয়;
ঈর্ষা-বিদ্বেষ যখন হৃদয়ে গড়ে আসন,
হিংসায় জ্বলে তখন কারো অবাধ্য মন!
প্রাসঙ্গিকতা ছাড়াও চড়াও হয় অনিষ্টে!
কল্যাণের পথ ছেড়ে, সময় করে ক্ষয়!
কারো বা মনে হতে পারে অবস্থা দৃষ্টে-
আর কোন কথা নয় কটু কথার পৃষ্ঠে।


শান্তিপ্রিয় সম্প্রদায় জনপদে স্বস্তি চায়;
তাঁরাই তো মহান, যারা মন করে জয়,
উদীয়মান সংকটে তাঁরাই সমাধান পায়-
যারা কাজ করে প্রভুর সন্তুষ্টির আশায়।


এসো বলি আর ভেদ নয়, গড়ি স্বদেশ;
সবাইকে ভালোবেসে আমর্ষ করি শেষ।