পড়ন্ত বিকেলে সীমান্ত খুলে গেলে
সন্ধ্যার অপেক্ষা করবো না কেউ,
আসল ঠিকানা যদি হয় সুখময়
ভুলে যাবো এপারের দুঃখকেও;
আর যদি হয় ভীষণ কষ্টকর
শত চেষ্টায় পারবো না ফিরতেও।


নানা ছলে ভুলে গেলে এই সত্যকে
নিজের বিপদ নিজে আনবো ডেকে,
সময় থাকতে যদি হতে পারি সাধু
মিলবে সেখানেও এক পরম বন্ধু।


আর যদি হেলা করে কাটাই বেলা
অনন্ত কাল ধরে পাবো শুধু জ্বালা!