আমার কাছে ভালবাসার কোন গল্প নেই;
আছে শুধু বঞ্চনার দুঃসহ ইতিহাস!
নেই স্বপ্ন দেখানোর অখণ্ড কোন অঙ্গীকার!
আছে বিষন্ন পাপড়ির শুধু হাহুতাশ!


কান্নার পটভুমি রচিত হয়েছে বিবর্ণ জনপদে,
যেখানে ছিল আনন্দের বর্ণময় উচ্ছাস;
বিষাদিত মেঘে ছেয়ে গেছে ঝলমলে নীলাকাশ
দমকা বাতাসে ঝরে যায় শিমুল-পলাশ!


বিনোদিনী বাসন্তীরা খেলে সবুজের সমারোহে
খলের ছলনায় সম্ভ্রম নিলামে তুলে,
কামিনীরা করে প্রেমের অভিনয় জলসা ঘরে
আনন্দে প্রহর কাটে হিসেবের ভুলে!


দেখি বিলাসী মানুষের স্বপ্নের দীর্ঘ তালিকা
যার পাশে পড়ে থাকে অভাগীর লাশ!
জীবন-যৌবন কি তার উৎসর্গের উপাদান?
দেখি হিংস্র আরণ্যকের বিজয়োল্লাস!