নারী স্বাধীনতার স্বর্ণযুগেও
নারীই এখন ভয়ানক সঙ্কটে!
তরঙ্গে ভেসে বেড়ায় পর্ণাচার;
নিরীক্ষা চলে নারী দেহে নির্বিকার!
এমন কি পরকীয়ার বিনাশী আগ্রাসনে
প্রেমের কবিতাও ধর্ষিতা আজ!


সাঁঝের সংগমে আলো-আঁধারীর খেলা!
লাইট পোষ্টের জ্বালানী ফুরিয়ে গেলে
জোঁনাকীর মত ডানা মেলে নগরদ্বীপে
মুখোশধারী মধুপায়ীদের মক্ষীরাণী!
ওরা প্রতিনিধিত্ব করে কোন সভ্যতার?


মাদকের হাটগুলো ক্রমশঃ কুয়াশা ভেদ করে
ইদানীং আলেয়ার কোলে বড়ই আদরনীয়!
ঈমানদারীর (!) সাথে চলে আসা উৎকোচ
বানিজ্যও এখন বেঈমানীর চর্চ্চাবোধে উজ্জীবিত!


সন্ত্রাসের সামাজিকীকরণেও চলছে ভর্তূকি!
বহুমুখী উপসর্গে পাতাল রাজ্যও সমৃদ্ধ!
সেখানেও সূর্যমুখীর আবেগী আশীর্বাদ!
এ এক অন্যরূপ অদ্ভূতের সমাহার!


অবশ্য বসুধার গতরে ফুটছে ঘামের বুদবুদ;
পোয়াতি নারীর মত দু’চোখে তার স্বপ্নের আভাস,
অচিরেই বুঝি অবসান হবে প্রসব বেদনার।
জন্ম নেবে হয়তো কোন শুভার্থী অসহ্য চিৎকারে!


সন্ত্রস্ত আদম সন্তানের অশ্রুধারার প্রবল
নোনতা স্রোত কি রূখবে না অধীশ্বর?