আর্তের আর্তনাদে! বেড়ে যায় বন্যার পানির মাত্রা!
তবুও, লাশের মিছিলে নেই স্লোগানের বজ্রনির্ঘোষ!
এমনকি নেপথ্যে নেই কোন মৃদু আলাপন-আতঙ্কে!
পাষন্ডের করালগ্রাসে বিবর্ণ আত্মারা এখনো হাসে!
চলে জাঁকালো আয়োজন অশুদ্ধ বাসনা উপস্থাপণে!  
উল্টো ধেয়ে আসে, মৃত্যুর উত্তাল তরঙ্গ বাঁধ ভেঙ্গে!
উৎস খুঁজে না কেউ! আনুকূল্য হারাবার তীব্র ভয়ে!
উপরন্তু দাঁড়িয়ে আছি আত্মা বিক্রীর তালিকা করে!


হায় মানুষ, বিশ্বাস ভঙ্গের সংগ্রামে কাদের কত দম,
অতীত-বর্তমানের দেখি যদি যোগফল, কারা উত্তম!
ব্যথার মাঝেও দেখি কত অট্টহাসিতে মুখরিত অঙ্গন!
নাটকে নাটকে কাটে সময়, রঙ্গমঞ্চে সম্পর্কের বন্ধন,
অলোকিত করে তুলে আপন ভুবন ভুলে বন্যা-প্লাবন
প্রশস্ত কালের মাঝে এ এক জীর্ণ সময় করছে গমন!