লাশের মিছিলে খুঁজি শান্তির আবাস!
রক্তের সাগরে মাগি, ফুলের সুবাস!
বিনিদ্র রজনী আসে নিয়ে ঢের ক্ষুধা!
নীরবে হারিয়ে যায় কত জ্ঞান-মেধা!
পূর্ণিমা চাঁদের সাথে, নেই আর দেখা,
আরকি উড়বে মন, মেলবে কি পাখা!
রাতের আকাশ আজ, বড়ই আঁধার!
চোখের সমুখে দেখি, অকূল পাথার!


তবুও স্বপন এসে, বলে কানে কানে
ভরবে কানন ফুলে, মোহনীয় ঘ্রাণে!
সে আশায় বসে আছি, কলুষিত বনে!
হয়তো আসবে প্রিয়, কোন মধু ক্ষণে।
মনের মাধুরী দিয়ে, গাইবে সে গান;
যে গানে নাচবে হিয়া, জুড়াইবে প্রাণ।