এখনও সমুদ্র কত দূর-
যেখানে আকাশ বড় নীল,
যেখানে বলাকা মেলে দেয় ডানা।


যেখানে অথৈ জল করে ছল্ ছল্
যেখানে স্বপ্নরা করে যায় খেলা,
যেখানে ভালবাসায় নেই তো মানা!


পাখিরা নীড়ে ফিরে গোধূলির শেষে
খুনসুটি করে পাখি পাখিনীর সাথে,
হৃদয়ের গভীরে হয় প্রেম বিনিময়।


ঝড়-জলোচ্ছ্বাসে নীড় হারা পাখি সবে
আবারও ঘর বাঁধে প্রেমিকার সাথে,
আবারও ভালবাসে সুখের আশায়।


যন্ত্রণার মাঝেও সৃষ্টির আনন্দ হাসে
বর্ষণ শেষে যেমন রংধনু ভাসে!