অভিমানী মেঘগুলো ছুটে যায় অজানায়
ভেজাবে অশ্রু দিয়ে না পাওয়া ব্যথায়,
নিসর্গ নিরালায় একা একা ভিজে হায়
হৃদয়টা কাঁদে বুঝি বিরহের বেদনায়!


স্মৃতির পাতায় ভাসে ফেলে আসা দিনগুলো
ভিজেছি তুমি আমি কতদিন মহুয়া তলায়,
তারই গন্ধের বন্ধনে মিলে মিশে হয়েছি মাতাল;
সেই ভেজা মনটারে এখনও ভেজায় বরষায়!


ষোড়শী জানালা খুলে নির্জন ভেজা পথে
কত আশা কত ভাষা হৃদয়টা ছুঁয়ে যায়,
দিগন্ত ছুঁয়ে আসা ভেজা দু’টো চোখ দেখে
কার ছায়া পড়ে যেন হৃদয়ের আঙিনায়!


এলোমেলো সমীরে দোল খাওয়া সোনালী ফসল
ভেজায় আলপথে লাজে রাঙা বধূয়া বসন,
দূরে বসে বটছায় প্রেমী তার চেয়ে রয়
বেশরম চোখ দু’টো মানে না বারণ।


কি যেন খুঁজে ফিরি স্মৃতির মিনারে আমি
আবারও এসেছে ফিরে স্মৃতিময় বরষা,
ধুয়ে যাক মুছে যাক যত আবর্জনা
জাগুক নবীন প্রাণে সুখের আশা।