সত্যকে আঁকড়ে ধরো
বিশ্বাসকে বুকে বাঁধো,
মনে রেখ, ষড়যন্ত্রকারীরা হটকারী চিরকাল!


শান্তিপ্রিয় হৃদয় তোমার
অচঞ্চল, ধীর চিত্ত;
শক্ত করে কষে ধরো আপন তরীর হাল।


উস্কানীতে ভয় পেয়ো না
পাতা ফাঁদে পাও দিও না,
নতুন ঊষার আলোয় কাটবে কুয়াশার কালো জাল।


তড়তড়িয়ে চলবে তরী
ঘোড়ার মত চলবে ঘড়ি,
ঝড়ের বেগে হাওয়া এসে টানবে রঙিন পাল।


ধৈর্য যদি ধরতে পার
স্বপ্ন হবে গভীর আরও,
অমানিশা কেটে যাবে, আসবে ফের সকাল।