আমি এখনো স্বপ্ন দেখি সম্ভাবনার;
হয়তো খুলে যাবে বন্ধ দুয়ার,
যখন সবাই ছিল ঘুমঘোরে মগ্ন
তখন আমার ছিল সুবাসিত লগ্ন।


ভালোবেসে কাছে এসে সাগরের ঢেউয়ে মিশে
তোমাকে বলেছিলাম জীবনের গল্প,
এসেছিলে বাহুডোরে সোনালি স্বপ্ন দেখে
অভিযোগ ছিল খুবই অল্প।


অতঃপর মুছে গেল আকাশের রংধনু
এঁকেছিলে আল্পনা হৃদয়ের আঙিনায়,
সব আশা শুষে নিলো নিয়তির পরিহাস
তবুও দেখেছিলে উঁকি দিয়ে জানালায়!


ভেঙ্গেছিল কুঁড়েঘর বৈশাখী ঝড়ে
অশ্রু ঝরেছিল চোখ দু’টি বেয়ে,
উড়িয়ে নিয়েছিল সবগুলো উপহার
তবুও দেখছিলাম তোমাকেই চেয়ে!