আমার বিশেষ কোন পরিচয় নেই;
চটপটি হলে বেশ, সুস্বাদু হতাম,
অথবা ভালোই হতো তেল মাখলেই!
তাহলে হয়তো বেশ আদর পেতাম।
মনে আছে একবার সুনামীর তোড়ে
সবাই পালালো গিয়ে, নিরাপদ স্থলে,
আমরা ক’জন মিলে দাঁড়ালাম ঘুরে
মুক্তির আশায় সেই ভয়ানক ঢলে।


বিনিময়ে পাই আজ, স্বত্বার্থীর হেলা
ওরাই আজ নন্দিত, বসিয়েছে মেলা!
আজ নাকি আমরাই সমাজের বোঝা!
নিজেরা সেজেছে বেশ রাজা-মহারাজা!
আসে যদি কোনদিন আবারো বিপদ
ভেসে যাবে জনপদ, আসবে শ্বাপদ।