কল্পসাগরে ভেসে ভেসে ভিড়েছি এসে
এক অচিন নগরের আরণ্যকের গাঁয়!
যেখানে বাস করে বহু দানবের ছা'য়!
নেই কারো প্রতি কারো ভালোবাসা!
মানবতা অলীক বস্তু, রক্তপিপাসু দাঁড়িয়ে ঠায়!
বিপদে-আপদে কারো নেই কোনো দায়!
এখানে যন্ত্রণা আছে, আছে না পাওয়ার বেদনা;
তবে, সুখের আনন্দ সব দানবেই লুটে নেয়!
এখানে কিন্তু মাথা উঁচু করে নয়-
হামাগুড়ি দিয়ে সবাইকে চলতে হয়!
তবে, কারো কারো তরে জান্নাতের বায়ু বয়!
এখানে স্বপ্নের জাল বোনা মোটেই বৈধ নয়!
শত্রু-মিত্র যারা, সবাইকে চিনে তারা-
ভিন্ন বিধানে তাদের আমলনামা লিখা হয়!
এ এমনই এক বৈচিত্রময় দ্বীপদেশ,
যেখানে কারো কোনো খায়েশ থাকতে নেই!
তবুও দেয়ালে-দেয়ালে খোদাই করে লিখা আছে,
এমন শান্তির দেশ আর অন্য কোথাও নাই!
কাকের ভাষায় কথা বলে সবাই রাত্রি-দিন!
দাসত্ব না মেনে নিলে হতে হবে অধিকারহীন!