আহা রে কাব্য ভুবন!
কোন সে কাব্য রচিলে কবি হওয়া যায়?


চোর কে চোর কিংবা ধর্ষককে ধর্ষক বললে,
অথবা দুর্নীতিবাজের বিরুদ্ধে কাব্য লিখলে
তাকে কি মানা হবে কবিতা বলে?
না কি রচয়িতাকে বলা হবে দেশদ্রোহী?
দেশের স্বার্থবিরোধীদের বিরুদ্ধে কাব্য লিখলে
তাদেরকেও কি বলা হবে স্বাধীনতা বিরোধী?


তাই যদি হয়, তবে আর কাব্য নয়!
তার চেয়ে ভালো, ঘুমিয়ে স্বপ্ন দেখে ভাবো,
হয়ে গেছি আমরা সবাই সিপাহসালার!
অথবা রুখে দাঁড়াও এই বিশ্বাসে-
হয় মুক্তি, না হয় আলিঙ্গন মৃত্যুকে!
যা ছিল একাত্তরের অঙ্গীকার।