দেশটা আমার প্রাণের প্রিয়
তার চেয়ে প্রিয় নবী,
আল্লাহ্ আছেন হৃদের মাঝে
তাই তো আমি কবি।


দেশপ্রেমের সংজ্ঞা কোথায়!
শিখবো কাদের কাছে!
মনটা আমায় জিজ্ঞেস করে
সততা তোমার আছে?


চেহারা তখন পাণ্ডুর হ’লেও
পাই না তবুও লজ্জা!
মুখ লুকাবার নেই প্রয়োজন
আয়েসে বিছাই শয্যা!


ভাষণ-ভূষণ জমকালো সব
আপন স্বার্থ খুব বুঝি,
মানবতার দোহাই দেওয়ার
কত না অজুহাত খুঁজি!


কথায় কথায় বলতে থাকি
কারা কারা দেশদ্রোহী,
নিজের খবর লুকিয়ে রেখে
নিজেদেরই বলি সহি!