শোনার মানুষ যদি ফেসবুকে ক্ষণ কাটায়!
যদি নিশ্চিন্তে ওরা বাঁশি বাজায় অসময়,
কিছু করার মানুষ যদি সব লুটে-পুটে খায়;
তবে আপনার কবিতা আর আমার কমেন্ট
সবই যে অরণ্যে রোদনের মতই বৃথা যায়!


যদি নিকৃত বিদ্রোহের আগুনে স্ফুলিঙ্গ হয়!
যদি একবার রুদ্র এ সময় রুখিয়া দাঁড়ায়!
যদি জীবনের নতুনতর সংজ্ঞা জানতে চায়!
যদি স্বার্থোদ্ধারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ হয়;
সেদিন কি বদলে যাবে হিসেব ধূলির ধরায়?


যদি মেঘাচ্ছন্ন ধোঁয়ায় সৃষ্টি হয় ধুম্রজাল!
সহসা, অগোচরেই আবর্তন সংঘটিত হলে
নীলাম্বরীর মতন পাবে না নীল আসমান;
তখনো কি প্রলাপ বকে যাবে স্বপ্নের ভ্রমে?
বিনম্র চর্চায় জয় করে নাও সবার হৃদয়।