আকাশে কালো কালো মেঘ
বাড়ছে বাতাসের বেগ,
আশ্বিনে আসে যদি ঝড়
ভাঙ্গবে মানুষের ঘর!


দরিয়াটা হবে উত্তাল
মাঝি ভাই সামাল সামাল,
শক্ত করে ধর হাল
নইলে ছিড়ে যাবে পাল।


জোয়ারে বাড়ে যদি সাগরের জল
বাঁধ ভেঙ্গে ধেয়ে যাবে রাক্ষসী ঢল
ভেসে যাবে গ্রাম গুলো পালাবে কোথায়?
পোকা-মাকড় তেড়ে যাবে হবে অসহায়!


তারপর ও অহমিকা, কর অভিনয়!
হেলা ফেলা কর যদি হবে পরাজয়।