মৃত্যুর মিছিলে হাঁটে সত্য উচ্চারণ
কাঙ্খিত মুক্তির স্বাদ গেছে নির্বাসন!
মানবিক গুণ যত হয়ে অবরুদ্ধ
ঝরায় চোখের জল, যেন শর বিদ্ধ!
কালের কন্ঠ যখন হয়ে যায় স্তব্ধ
স্বপ্ন হয় পরাভূত, সুখ হয় জব্দ!
মোহজালে বন্দী আত্মা হয়েছে হতাশ
বহুরূপী কেউ কেউ ঘোরে চারপাশ!


তবু খোঁজে আশাবাদী-আসমানী চাঁদ,
বহুমুখী শত চাপে এড়িয়ে বিবাদ;
প্রতাপীর ছায়া ছাড়া কথা বলা দায়-
যতই ন্যয্যতা থাক মিলবে না সায়!
নীরবে নিঃশব্দে যদি থাকো মুখ বুঁজে
তবে তুমি সত্যনিষ্ঠ! পাবে পথ খুঁজে!