হালাল আর হারাম খাদ্যের পার্থক্য
এখনো যদি আমরা বুঝে না থাকি,
কিংবা আল্লাহ্’র বিধির আভিজাত্য
আজও যদি স্বীকার না করে থাকি,
তবে কি মহাবিপর্যয় আমাদের তরে
অনন্তকাল ধরে অপেক্ষা করে যাবে?


হে সম্মানিত আশরাফুল মাখলুকাত!
এসো সত্যের সৌন্দর্যকে হৃদয় মাঝে
অতিব সযত্নে প্রত্যেকেই লালন করি।
সুন্দরের শিকড়কেই একমাত্র উপাস্য
ভেবে জীবনের গতিপথ বদলে ফেলি;
হতেই পারে, সুযোগ শেষ হয়ে যাবে।


অতএব, মিথ্যে অহম পরিহার করে
পরম স্রষ্টার কাছে করি আত্মসমর্পন;
যেন অভিগত-অনিষ্টের শাস্তি থেকে
পেতে পারি উত্তরণের সঠিক শিক্ষণ।
যেন পাই অনন্তকালের মাধুর্য-শোভা,
যেন পেয়ে যাই অনাবিল সুখ-শান্তি।


হে মহান বিধাতা, অবাধ্যতা মার্জনা
করে শির নমিত করার সামর্থ্য দাও,
যেন অঙ্গীকার করি তোমারই বশ্যতা।
আমাদের ঔদাসীন্যকে অব্যাহতি দিয়ে
তোমাকে প্রার্থনা করার যোগ্যতা দাও;
যেন আশরাফুল মাখলুকাত হয়ে যাই।