বদলে গেছে আমাদের চেনা সেই গতিপথ;
শুরুতে যেখানে ছিল আলোর ফোয়ারা কত।
ফুলের সুবাস ছিল, ছিল স্বপ্ন বিলাস শত!


আলেয়ার গর্ভ থেকে এসেছিল এমন পথ
যে পথে চলে না আর স্বর্গের রথ!
তরুশাখে ঝুলে আছে আগামী প্রহর,
মেঘে মেঘে বেলা গেছে, হয়েছি বেঘর!
পথের ভিন্নতায় তুমি আমি বহুদূর
অরণ্য গভীরে আজ হারিয়ে গিয়েছে সুর!


নতুন মরশুমে যদি আসে সুখবর;
বদলে যেতেও পারে জীবন আবার,
অলি-গলি-রাজপথে, বেড়েছে শুধু বিভেদ
নীরবে সয়েছি সব, হৃদয়ে জমেছে খেদ!
তবু চাই সুবিচার, এখনও মানিনি হার
যদিও হেরেছি আমি জীবনে বহু বার।


এবার দেখবো প্রভূ, কেন তুমি হলে ঋভু!
নত শিরে দাঁড়িয়ে অপবাদ সয়েছি তবু!
শেষ কথা! ন্যায্য দাবী ছাড়বো না কভু।