দুখের স্মৃতিগুলো হৃদয়কে নাড়া দেয় অবিরত
অপ্রিয় মানুষের প্রতি ঘৃণা ঝরে ঝরনার মত;
কোণঠাসা হয়ে নিপীড়িতদের মনে বাড়ে যন্ত্রণা
প্রভূর কাছে করে অভিযোগ, পায় যদি সান্ত্বনা।


ক্রমাগত চাপে কাঁদে শোকে তাপে দুর্বল প্রাণে
মুক্তির পথ খুঁজে অবরোহী বিদ্রো্হ ভরা গানে;
শংকার মাঝে সংঘাত এসে কেড়ে নেয় দৃঢ়তা
নির্বাক সাধু গুনছে প্রমাদ, বাঁচবে কি সভ্যতা!


মরীচিকা হেসে করে আহবান, শান্তির প্রত্যয়ে!
প্রহসন আর কাকে বলে বল, ধিকৃত অধ্যায়ে!
পাপীদের কাছে সবই সম্ভব, অনিয়মে পারদর্শী
আগামীর কথা ভুলে যায়, নয় তারা দূরদর্শী!


অবনীর মাঝে নিজেদের ভাবে তারাই উৎকৃষ্ট,
এ ধরা সাক্ষী, তাদের মত কেউ নেই নিকৃষ্ট!