ও হে দাজ্জালের দোসর! অসুন্দরের প্রভাবিত ভক্ত!
কেমনে ভাবলে! তোমার জৌলুস দেখে হবো মুগ্ধ!
ভাবো, সবাই আভরণ ছেড়ে তোমার মত হবে নগ্ন!
নিজের খবর নেই! বিতরণ কর স্বর্গ রাজ্যের স্বপ্ন!


রবির উত্তাপে শিহরিত হয়ে গোলাবের নিকুচি কর!
তোমার স্বরূপ দেখেছি, যতই জ্ঞানীর ছদ্মবেশ ধর!
কারিশমা দেখাতে তুমি বিশ্বাসকে বলী দিতে চাও!
হায়রে মানুষ! বিত্ত বাড়াতে সত্যকে বিসর্জন দাও!


ঘৃণা নয়, ভক্তি দিয়ে পরমাত্মাকে করতে পারো জয়;
কটাক্ষ করার আগে জেনে নাও তুমি নিজের পরিচয়।
ধূলির ধরার সাথে আছে নাড়ির টান, এ কথা সত্য;
তাই বলে সব ফেলে আঁকড়ে ধরবে ঠুনকো এ মর্ত্য!


হায়! স্রষ্টাকে ছোট করে আত্মতৃপ্তি খোঁজো নিরন্তর!
তাতে কতটুকু পরিশুদ্ধ হয়েছে বলো তোমার অন্তর?