আমার প্রত্যাশায় শুনি তোমার বিদ্রুপ!
আমার বিশ্বাসে পাই তোমার পদাঘাত!
তাই আমি চাই জুলুমের হোক অবসান
আসুক মহামানব, দূরীভূত হোক রাত।


আমরা না চাইলেও আসবে মাহেন্দ্রক্ষণ;
রুদ্ধ হবে কৃষ্ণপক্ষ, মুক্ত হবে জনগণ,
শুদ্ধ হবে বদ্ধভূমি, বন্ধ হবে নিপীড়ন
সত্য এসে ধরবে কষে, মরবেই দুর্জন।


প্রলয় অন্ধ নয়, সে প্রভুর আজ্ঞাবাহী
বিভ্রান্তির অতলে তলিয়ে গেলে পাটন,
সতর্কবাণীর বারংবার উচ্চারণেও যদি
কেউ না হয় সাবধান, হয় উৎপাটন।


সেখানে হয় না তখন জুলুম-নির্যাতন;
এটাই বিধির বিধান, সর্বদাই বহমান,
আর কতবার চাও নির্মম সাক্ষ্য-প্রমাণ
বরং, সত্যের কাছে করো আত্মসমর্পণ।