দেখেছি তোমার হাতে শাণিত কৃপাণ,
দেখেছি তোমার হাতে ফাঁসির দড়ি!
খেয়েছি বেত্রাঘাত, দেখিয়াছি ছড়ি!
অথচ, নিজেকে ভাবো, এখনো ধীমান!
তোমাকে চিনেছি সেই নিদানের কালে
মুরোদ যে কত ছিলো, পেয়েছি প্রমাণ;
বিপদ কেটে গেলে হলে শক্তিমান
পালের গোদা বলে জারি কর ফরমান!
মানুষের সাথে করতে পারো প্রহসন।
তাই তো সময় বুঝে হতে পারো কালো!
আঁধারে জ্বালাতে চাও সুরভিত আলো
তার চেয়ে সেই ভালো, আত্মশুদ্ধি শেষে
আপন হৃদয়ে আলোর ফোয়ারা জ্বালো।