ডানা দুটি প্রসারিত করে
পেতে দিলে বুক!
ভেবেছিল, বঞ্চিত পাবে
বিনিময়ে স্বর্গসুখ।
সহস্রাধিক বুকের খুনে-
ভিজে গেল মাটি!
এভাবেই দেশ আমার
হয়ে উঠল খাঁটি।
জননীর আঁচল আজ
নেই পরিপাটি
বাংলাদেশ চিরকালই
শহীদের ঘাঁটি।
অমর হতে চেয়েছিল
স্মৃতি হয়ে গেল!
শাকিলরা আজ নেই-
জান্নাতী হ’লো।
শহীদী মরণ যাদের-
তারা বীর শ্রেষ্ঠ,
চালালো গুলি যারা
তারাই নিকৃষ্ট।
রচনাকাল=২৮/০৭/২৪