গত ০৯/০৪ ১৯ তারিখে প্রিয় কবি, দীপ্তি রায়’র “এসেছে ভোট (ব্যঙ্গ )” কবিতায় আমার করা মন্তব্যটি আজকের আসরে তাঁকেই উৎসর্গ করলাম।


চাকরী-বাকরী, আবার লোনও দেবে
তোমরা বড় ভাগ্যবান!
আমরা এখন একেবারে এলোথেলো
সব তাদেরই অবদান!


ভোটের আনন্দটুকু হারিয়ে ফেলেছি
আহা কি মজার দিন!
অটোচয়েজের মোহনীয় কারিশমায়
ভোটকেন্দ্র শব্দহীন!


আলাপ বেশি নয়, কাজ হবে বেশি
টপাটপ মারো সীল,
ভুল করে যদি যায় কেউ ভালবেসে
ধুমাধুম খাবে কিল!


শুভ দিন আসছে তোমার দুয়ারে
হিংসা হচ্ছে ভীষণ,
আমাদের কপাল পুড়ে গেছে ভাই
লুপ্ত ভোটের মিশন!


দো'য়া করবেন আবার আমরা
দিতে পারি যেন ভোট,
আহ! ভোট এলে টাকার বস্তা!
পাইবো না আর নোট!