প্রিয় বলে যদি ডাক তুমি সখি
টুটিবে তিমির রাত,
তারারা বলিবে ডাকিয়া আমায়
আসিয়াছে ভরা চাঁদ।


জোনাকীরা এসে সাজাবে বাসর
স্বপ্ন করিবে গান,
অভিমানী মেয়ে নাচিবে তা থৈ
জুড়াবে সবার প্রাণ।


আনন্দ অশ্রু ঝরিবে অঝোরে
রহিবে না আর দুখ,
আঙিনা রাঙাবে আল্পনা এঁকে
উঁকি দেবে এসে সুখ।


ভীরু ভীরু পায়ে এসো সখি পাশে
ভুলে যাও যত খেদ,
দু'এ মিলে গড়ি নতুন পৃথিবী
আর নয় ভেদাভেদ।