অনেক তো বেলা হলো, খেলা হলো শেষ
চল ফিরে যাই সেথা, যেথা নেই দ্বেষ;
আজ আমি ক্লান্ত বড়, কষ্ট কেন দাও?
তোমার যে প্রাপ্য টুকু, তুমি বুঝে নাও।
সময়ের কাছে আমি হেরে গেছি বন্ধু
বিদায়ের ক্ষণে নয়, বিষাদের সিন্ধু,
ভুলে যদি যাও প্রিয়, সেই হবে ভালো
আর যদি কর ক্ষমা, হয়ে রবে আলো।


অবশেষে চলে যাব তোমাদের ছেড়ে
ব্যথা জ্বালা দিতে আর আসবো না ফিরে,
হিসেবের খাতাগুলো ফেলে দিও ছুঁড়ে
যতটুকু প্রেম ছিল, হৃদে রেখো ধরে।
আর কোন অশ্রু নয়, নয় কথা মোটে,
দো’য়া করো সবে মিলে, মুক্তি যেন জোটে।