তুমি ভাবো-
তুমি শ্রেষ্ঠ, বাকিরা বেকার!
তুমি লুপ্ত হবে মহাশূন্যে!
আমি ভাবি-
আমি যাবো ঐ পার;
কাহার চিন্তা আছে দৈন্যে?


তুমি ভাবো-
জীবন তোমার আয়ত্তাধীন-
কন্টকহীন-চিরস্বাধীন!
আমি ভাবি-
আছি সঙ্কট মাঝে মেধাহীন-
শাস্ত্রীয় কারাগারে, ছন্দহীন!


তুমি মুক্তকন্ঠ-মহাকবি!
পেয়েছো লাগামহীন ছাড়পত্র!
শব্দের মালা গাঁথো প্রেমীর জন্যে।
মনে রেখো, আমিও ভূমিপুত্র;
হৃদয়ে লুকিয়ে রাখি প্রভুর ছবি-
খুঁজে মরি মুক্তির পথ জনারণ্যে।


প্রবল প্রতাপী বলে
ধরাধামে হলে তুমি গণ্য!
কালজয়ী হয়ে তুমি
হতে চাও আরো বেশি ধন্য!
অগোচরে আছি পড়ে
আমি এক দামহীন পণ্য!


ভাব্ দেখে ভাবি,
তুমি অমর-অব্যয়-অক্ষয়!
যে ভাবেই হোক না কেন
পেতে চাও শুধু জয়!
আমি নিজেকে জানি বলেই
করি না তো অভিনয়।


জানি তুমি মহাবীর!
তুমি নটবর, বিক্রমাদিত্য-
খুঁজে ফেরো মিত্র!
আমি হীনবল-দুর্বল,
হতে চাই মহাপ্রভুর ভৃত্য;
তাঁর কাছে নত করি শির।