ঝড়-সাপটে উড়ছে দেখ
গরিব-দুখীর পাতার ঘর,
উপরতলার মানুষ বসে
দেখছে আহা কি সুন্দর!


বান-প্লাবনে সবার আগে
বস্তিগুলোই যায় ভেসে,
ধনীর দুলাল ছন্দে চলে
বিত্তহীনরা যায় ফেঁসে!


পাহাড়-টিলার পাদদেশে
ভূমিধ্বসে মরছে কে?
সম্পদহীন মানুষ যত
রুখতে ব্যর্থ মৃত্যুকে!


সবার শেষে নেতা এসে
রুমাল দিয়ে চোখ মুছে,
গরম করে মঞ্চ-মাইক
যাচ্ছে পড়ে সব পিছে!


পারমানবিক যুদ্ধ-টুদ্ধ
এবার যদি যায় লেগে,
পার পাবে না রাজপুত্র
মরবে সবার আগে!