বৈশাখে আসে ঝড়
খোকা বলে আম পড়,
পড়ে যদি এক আম
খুকি বলে ধর্ ধর্।


জ্যৈষ্ঠটা মধুমাস;
পাকা আম টস্ টস্,
পাকা জাম, লিচু দেখে
জিভে আসে রস।


আষাঢ়ে বৃষ্টি নামে
রিমঝিম রিমঝিম,
শ্রাবণে বর্ষা আসে
আসে কষ্ট অসীম।


ভাদ্র মাস ফিরে এলে
তাল পাকে গরমে,
শরীর উদাম করে
খুকু মরে শরমে।


আশ্বিনে শিন্ শিন্
কার্তিকে হয় চিন,
অঘ্রাণে বিয়ে সাদী
বাজে কত বীণ।


পৌষের রসে হয়
কত পিঠা পুলি,
মেয়েটারে এনে মা’য়
ভরে দেয় ঝুলি।


মাঘে নামে খুব শীত
কাঁপে থর্ থর্,
ফাল্গুনে ফুলে ফুলে
ভরে চরাচর।


কাঠ ফাটা রোদ্দুর
চৈত্রের দুপুরে,
আমের বাগান ভরে
শিশুদের নূপুরে।