বদবু যখন ছড়িয়ে পড়ে সুগন্ধিতে হয় না কাজ
অচল টাকা-পয়সা দিয়ে চলবে নারে দীপ্ত রাজ!
আলতা পায়ে গয়না গায়ে পড়িস যত নব সাজ
মুখ ফিরিয়ে নিবে সবে একটুখানি করিস লাজ।


গর্ব তোদের খর্ব হবেই, নন্দিত ফুল করলে খুন
উঠবে না রে নব উদ্যমে অস্তমিত রাঙা অরুণ!
বাজবে না আর রংমহলে আনন্দদায়িনীর গুঞ্জরণ
অন্ধকারে মরবি জ্বলে, হৃদয় মাঝারে ধরবে ঘুন।


প্রয়াণ হবে অন্ধ বেশে মারবে ছোবল কালনাগিন
নরককুন্ডে বাস হবে তোদের, করবে সবাই ঘিন,
তোর মরণে খুশি মনে নাচবে সবাই তাধিন ধিন
ভাবিস না, তুই বিহনে কাটবে কারো কষ্টে দিন!


দানব হয়ে কাল কাটালি, ধর্ম নিয়ে করলি খেল
স্বার্থোদ্ধার করার তরে জালিমদের মাখলি তেল!
আত্মসুখের নিমিত্তে তুই চালছিস শুধু বিরূপ চাল
দম্ভভরে ঘুরাস ছড়ি, জনগণ বুঝি ভেড়ার পাল?