সত্য আজ আবদ্ধ জলাশয়ের মত স্থবির!
নিস্তরঙ্গতে জমে গেছে নিরূদ্যম শ্যাওলা!
অতঃপর ধরবে পচন অথবা হয়েছে শুরু!
নেহাৎ, বাগে রেখেছে ঠিকানা, মর্ত স্বার্থে!
অথচ, বাগাড়ম্বর দেখে মনে হতেই পারে,
কতই না ছড়িয়েছে করূণা নির্গুণ নিগমে!
প্রলাপে করে ক্ষণ অপচয় অশুদ্ধ বিধিতে!
শিখন্ডে শশিপ্রভা করে ছল নানান ওজরে!


যদিও তলানীতে সৃষ্টি, অবজ্ঞায় রুদ্ধশ্বাস!
গুনছে নির্ঘুম প্রহর অশনির ভয়াল শঙ্কায়!
মহামারী খামচে ধরে অসময় নির্মমভাবে!
কে কারে করে ভক্তি, ব্যস্ত নিজের সাথে!
হিসাবের খাতা বিবর্ণ আজ লোপাটকালে!
ভাবছে না রহস্যাধিরাজ আছেন দীপ্যমান।