অনিশ্চয়তার চাদরে যদি ঢেকে যায়
সম্ভাবনাময় জীবনের অনিন্দ্য অধ্যায়;
পল্লবিত পুষ্পদল কুড়ায় যদি অনাদর
প্রণয় বিকাশিতে হৃদয় হবে না উর্বর।


তবু আশাবাদী হয়ে কেউ চাইলে সুখ
হয়তো ফুটবে কাঁটা, বেড়ে যাবে দুখ!
পরিণয় স্বপ্ন হয়ে ভাঙ্গবে মধুর বাসর
জমবে কি পূর্ণিমায় আর কাব্য আসর?


ফেরারী ভালোবাসা পালাবে হয়ে মেঘ
ঋতুর বিদ্রুপে আশিক হারাবে আবেগ,
রজনীর অশ্রুধারায় সজলা হবে নয়ন
আঁধারে হারাবে পথ শোকার্ত সে মন!