জীবনটা অন্য রকমও হতে পারতো!
বৈচিত্রময়, আনন্দঘন এবং হাস্যোজ্জল;
মাঝখানে কিছু কিন্তু এসে ঢুকে গিয়ে
ভিনরঙে রঞ্জিত হয়ে, হলাম অশ্রুসজল!


বদলে গেল সর্বাবস্থায় জীবনের অর্থ!
অদৃশ্য শত্রুপক্ষ অগোচরে করে রণ;
মেধার দৃশ্যমান চমক ছিল না বটে
তবে, কোথাও কি ছিলাম অভাজন?


ভয়কে জয় করার প্রবল সাহস ছিল;
ছিল না কোন কালেই না পারার ছল,
তবু, স্বার্থ বড়ই বিপ্রতীপ-ভ্রান্ত মিশ্রণ,
যা সম্পর্কের দৃঢ়তাকে করেছে টলমল!


দেখেছি সে ক্ষণ, নিকৃত হয়েছি যখন
দেখেছি ভক্তির পরাজয়, বিবর্ণ সময়!
জ্ঞাতির বিদ্বেষ কত কুটিল হতে পারে
যে দেখেছে সেই বোঝে কতটা নির্দয়!


স্বপ্নহীন মানুষের পৃথিবী ফসিলের মত!
তবুও নিঃশ্বাস নেই স্রষ্টাকে মানি বলে,
অথচ সাধু বলে শুনি কত স্তুতি তার
তিরস্কৃত হয়ে আমি ভাসি আঁখি জলে!