কেযে কখন কার দলে
বোঝা বড় ভার,
তলে তলে দল খোঁজে
কেও খোলে দ্বার!


মুখের মধুর ভাষায়
কে করে বিশ্বাস?
বিনিময়ে চায় তারা
সম্পদের আশ্বাস।


দিনে-রাতে দু’রকম
করে-আচরণ,
বেচাকেনা চলে বেশ
ছাড়া ব্যাকরণ!


কার দাম কত বেশি
কে করে নির্নয়,
যারা বড় চাপাবাজ
তারা পায় জয়।


ছলে বলে কৌশলে
পেলেই টিকিট,
ক’দিন বাদেই পায়
হিউজ প্রফিট!


বড় বড় নেতাদের
দর-দাম ঢের,
ক্রয় করে অকাতরে
বহু টাকা সের!