রক্ত দিয়ে লিখবো আমরা আর কত ইতিহাস!
কেউ মারবে! কেউ জানাজার নামাজ পড়বে!
এর নাম খেলা হলে! আর কোন খেলা নয়।
মাতৃভাষার স্বকীয়তা বাঁচাতে রক্ত দিয়ে মূল্য
চুকিয়ে অতঃপর কিনতে হয়েছে অজস্র বুকের
রক্তে দেশের স্বাধীনতা! তারপরও কেন আক্ষেপ!
তারপরও কেন রক্তের হোলি খেলা চলে অবিরত?
সুনশান নীরবতার মাঝে দাফনের চলে প্রক্রিয়া!


আবারও শুনতে হয় জননীর বুকফাটা আর্তনাদ!
দেখতে হয়, লাল-লাল রক্তে ভেসে যায় রাজপথ!
ক্ষমতার দম্ভে কেউ করে আপনার বিজয় প্রকাশ;
কেউ কেউ ক্রোধে ফেটে পড়ে দেয় মরণ হুঙ্কার!
আবারো শুরু হয় আন্দোলন, অভ্যুত্থানের শপথে
মৃত্যঞ্জয়ী বিদ্রোহের অঙ্গীকার। বার বার ঘটছে
রক্তক্ষয়ী গণবিস্ফোরণ, আর কত লিখতে হবে
ক্ষণে ক্ষণে রক্তের আখরে বেদনার ইতিহাস?